সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ভোলায় বিএনপির গণমিছিলে পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৪:১৬ PM
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটক সব নেতাকর্মীর মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে ভোলার গণমিছিলে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে ভোলা শহরের মহাজনপট্টি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি গণমিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বরিশাল দালান এলাকায় এলে পুলিশ তাদের বাধা দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যান।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার।  

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্যসচিব মো. রাইসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্যসচিব হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর অভিযোগ করে জানান, যৌক্তিক দাবি আদায়ের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ তাদেরকে বাধা দেয়। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা পুলিশের বাধার মুখে দলীয় কার্যালয়ে ফিরে যান। শান্তিপূর্ণভাবেই তারা তাদের দাবি আদায় করবেন বলেও জানান তিনি।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত