মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
আখাউড়ায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৫:৫২ PM আপডেট: ২৪.১২.২০২২ ৫:৫৪ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘প্রাণের আখাউড়া’ নামক ফেসবুক গ্রুপের উদ্যোগে শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাণের আখাউড়া গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মেহেদী রহমান মোল্লা। 

আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রকিব উদ্দিন খান খাদেমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. ছায়েদুল ইসলাম খান, অষ্ট্রেলিয়া প্রবাসী শিক্ষাবিদ মো. আরিফুর রহমান খাদেম, সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান, পৌর কাউন্সিলর তাকদির খান খাদেম, মো. সফিকুল ইসলাম স্বপন, কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নাজির হোসেন, খাদেম ফাউন্ডেশনের চেয়ারম্যান খাদেম দুলাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান খান খাদেম, সিনিয়র শিক্ষক বিল্লাল আহমেদ, দেওয়ান সাজিদুল হক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আখতার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম প্রমুখ। 

জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, সামনে আরও কঠিন পথ বাকী। কলেজ জীবন শেষ করে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। সেজন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। জীবনে ভালো কিছু করার স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন সফল করতে সব সময় চেষ্টা করতে হবে। মানুষ পারে না এমন কিছু নাই। মানুষ সব পারে। এজন্য সময়কে কাজে লাগাতে হবে। ভালো কাজের মধ্য দিয়ে সফল হোন। তাহলে পরিবার গর্বিত হবে। একই সাথে দেশ গর্ববোধ করবে। পরে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও আরিফুর রহমান খাদেমের লেখা ইংরেজি বিষয়ক বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আল আমিন সিকান্দার।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত