তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, আলেম-ওলামাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে শহরের হাটের মোড় থেকে একটি মিছিল বের হয়ে তুফান কোম্পানির মোড়ের আসলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। এ সময় কালিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাবিবুর রহমান ও সাতক্ষীরা সদর জামায়াতের রোকন শফিকুল আলমসহ ১৬ নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। মিছিলটির নেতৃত্ব দেন সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনর্চাজ আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শনিবার সকালে নশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এ সময় ৫টি ককটেল, ব্যানার, লাঠি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।
বাবু/জেএম