মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়, ৫৭০০ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৬:০৯ PM
শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে ৫৭০০ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিভিন্ন বিমান সংস্থা। ফলে বড় দিনের ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা অনেক মার্কিন নাগরিককে ফিরতে হয়েছে হতাশ হয়ে। এছাড়াও দেশটির রেলওয়ের অনেক ট্রেনের নির্দিষ্ট যাত্রা বাতিল করা হয়েছে বেশ কয়েকটি রুটে।

এছাড়াও সড়কে পথে যাওয়া যাত্রীদের তুষারপাতের কারণে গন্তব্যে যেতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইন্ডিয়ানা, মিশিগান, নিউইয়র্ক ও ওহিও রাজ্যের বাসিন্দাদের বিনা প্রয়োজনে কোথাও বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

টেশটির পরিবহন মন্ত্রী পেট বুটিগিয়েগ জানিয়েছেন, দুইটি ঝড় এবং তীব্র বাতাসের কারণে বিভিন্ন বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। তার হিসেব মতে ১০ শতাংশ বিমান ফ্লাইট এরইমধ্যে বাতিল হয়েছে। এছাড়াও শুক্রবার ১০ হাজার ৪০০ ফ্লাইট দেরিতে ছেড়ে গেছে। 

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত