মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মুক্তিযুদ্ধের চেতনার সরকারকে আবারও সামনে নিয়ে আসতে হবে
মেহের আফরোজ চুমকি-এমপি
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ২:৫৯ PM

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চাইলে এবং আমরা সবাই মিলে বাচঁতে হলে ও দেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধের চেতনার সরকারকে আবারও সামনে নিয়ে আসতে হবে।

তিনি রোববার (২৫ ডিসেম্বর) সকালে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে উপজেলার কয়েকটি খ্রীস্টান ধর্মপল্লীর লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময়কালে নাগরী ইউনিয়নের মঠবাড়ি খ্রীস্টান ধর্মপল্লী কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, আজকে জাতীয়ভাবে জয় বাংলা শ্লোগানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অথচ এই জয় বাংলা শ্লোগানটিকে স্বাধীনতা বিরোধীরা নিষিদ্ধ করেছিল।

চুমকি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে গেছেন। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন ‘ধর্ম যার যার, উৎসব সবার’। কাজেই বড়দিনের আনুষ্ঠানিকতাই আমাদের মূল দায়িত্ব নয়। খ্রীস্টান ধর্মাবলম্বীরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে এবং তারা যেন নিজেদের কখনো সংখ্যালঘু মনে না করে সে ব্যাপারেও দৃষ্টি রাখতে হবে।

এ সময় উন্নয়নকর্মী এ্যাঞ্জেলা গমেজ, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন. নাগরী ইউপি চেয়ারম্যান অলিউল ইসলাম অলিসহ  জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দিবসটি উপলক্ষে মেহের আফরোজ চুমকি এমপি মঠবাড়ি খ্রিস্টান ধর্মপল্লীতে বড়দিনের কেক কাটেন। এছাড়াও তিনি উপজেলার তুমলিয়া ও নাগরী খ্রীস্টান ধর্মপল্লীর লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত