খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে এক বৃদ্ধের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় হামলার স্বীকার ফজলুল হক(৭২) মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে এ অভিযোগ করে ফজলুল হক বলেন গত শুক্রবার রাত সাড়ে নয় ঘটিকার সময় মাটিরাঙ্গা উপজেলা তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
হামলার ভুক্তভোগী আহত ফজলুল হক বলেন, প্রায় ১মাস পূর্বে হামলাকারী নুরুল ইসলাম জোর পূর্বক আমার জায়গা দখল করতে আসে। এ বিষয়ে আমি হামলাকারী নুরুল ইসলামের বিরুদ্ধে খাগড়াছড়ি জেলা জজ কোর্টে দেওয়ানী মামলা দায়ের করি, মামলায় সে জামিন নিয়ে এসে ঐ মামলার জের ধরে সিংহ পাড়া এলাকার পল্লী চিকিৎসক মতিন মিয়ার দোকানে হঠাৎ লাঠিসোটা নিয়ে আমাকে প্রাণে মেরে ফেলবে বলে অতর্কিত হামলা করে এবং মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
এ বিষয়ে নুরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে হামলার বিষয়টি অস্বীকার করেন তিনি।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, ফজলুল হককে মারাত্বক ভাবে জখম করা হয়েছে। তিনি বর্তমানে অত্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, ফজলুল হক নামে এক ব্যক্তিকে মারধর করার খবর জানতে পেরেছি। তবে এই বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
-বাবু/এ.এস