বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
শ্রীমঙ্গলে 'বিটিইএসএ'র ৫৮তম বার্ষিক সাধারন সভা অনু্ষ্ঠিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৩:১৬ PM

শ্রীমঙ্গলে বাংলাদশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৫৮ তম বার্ষিক সাধারন সভা আজ রবিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়ামে অনু্ষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি মো. জাকারিয়া আহমদ।

অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ।

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের নব-নির্বাচিত সাধারন সম্পাদক তালুকদার মো. আমিনুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেরিন টি এস্টেটের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সম্পাদক পুলক রঞ্জন ধর, লেবার হেলথ এন্ড ওয়েলফেয়ার সাব কমিটির কনভেনার তাহসিন আহমদ চৌধুরী প্রমুখ।

এছাড়াও সভায় নব-নির্বাচিত নেতৃবৃন্দ, আঞ্চলিক নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ  বক্তব্য রাখেন।

সভায় নব-নির্বাচিত কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ,  দেশের ১৫৬ টি চা বাগানের ১২ টি অঞ্চলের নির্বাচিত প্রতিনিধিসহ দেশের চা বাগানসমুহে কর্মরত স্টাফরা যোগদান করেন। সভায় চা বাগান স্টাফদের ৩৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।

এর আগে নব-নির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহন করেন। শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা সাব কমিটির আহবায়ক মো. আতাউর রহমান। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত