রাজশাহী নগরীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে।
রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে আরএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এসব তথ্য জানান।
এর আগে রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় নগরীর বোয়ালিয়া মডেল থানার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সেই ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় সেই ব্যক্তির অবস্থান নির্ণয় করা হয়। দুপুর ১২টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান আরএমপি কমিশনার।
বাবু/জেএম