মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বিপিএল শুরু হবে কবে?
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ১১:৫১ PM আপডেট: ২৫.১২.২০২২ ১১:৫৯ PM

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা উঠতে যাচ্ছে কয়েকদিন পরই। আসন্ন ২০২৩ সালের ৬ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এবারের বিপিএল আসর, সেটা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার বিপিএল ফ্র্যাঞ্চাইজি লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


এবারের আসরের উদ্বোধনী ম্যাচ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএল। এরপর ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় মাঠে গড়াবে প্রথম পর্বের খেলা। এরপর বিপিএলের দলগুলো পৌঁছাবে সাগরিকায়। চট্টগ্রামে ১৩ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের খেলা যা শেষ হবে ২০ জানুয়ারি।


এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৩ ও ২৪ জানুয়ারি খেলা শেষে ২৭ জানুয়ারি থেকে শুরু হবে চা পাতার দেশ সিলেট পর্বের খেলা। এই পর্বের খেলা গড়াবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর বিপিএলের বাকি সব ম্যাচই ঢাকাতে হবে। 


১২ ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটি ১৪ ফেব্রুয়ারি। এরপর ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। 


বাবু/এসআর 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত