মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বিশ্বে ‘শান্তির দুর্ভিক্ষ’ চলছে : পোপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ১১:৫৬ PM

বড়দিন উপলক্ষে বার্তায় ক্ষমতা ও সম্পদের লোভের তীব্র সমালোচনা করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বার্তায় তিনি ইউক্রেনে যুদ্ধ অবিলম্বে শেষ করার আহ্বান জানিয়েছেন। এ সময় পোপ বলেন, ‘বিশ্বে শান্তির দুর্ভিক্ষ চলছে।’


আজ রোববার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে হাজারো খ্রিস্টধর্মাবলম্বীদের সামনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘যুদ্ধের অস্ত্র হিসেবে খাদ্য ব্যবহারের’ নিন্দা জানান তিনি। খবর বিবিসির।

পোপ বলেন, কত যুদ্ধ আমাদের দেখতে হয়েছে! আর সেসব সংঘাতের শিকার কেবল দুর্বল আর অরক্ষিত মানুষ। আমি সবার আগে সেই সব শিশুর কথা মনে করতে চাই, যারা যুদ্ধ, দারিদ্র্য আর অবিচারের শিকার।


পোপ ফ্রান্সিস আরও বলেন, যখন প্রাণীদেরও তাদের খোয়াড়ে খাবার দেওয়া হচ্ছে, সেই একই পৃথিবীতে সম্পদ আর ক্ষমতার ক্ষুধায় উন্মত্ত নারী-পুরুষরা গ্রাস করছে তাদের প্রতিবেশী, এমনকি মা আর বোনদেরও।

বক্তব্যের সময় যদিও পোপ ফ্রান্সিস ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কথা নির্দিষ্ট করে উল্লেখ করেননি। তবে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া যখন ইউক্রেনে পুরোদমে সামরিক অভিযান শুরু করল, তখন ‘সরাসরি রাশিয়ার নিন্দা না করায়’ আর্জেন্টাইন এ পোপের সমালোচনা করেছিলেন ইউক্রেইনের অনেকে। ইউক্রেনীয়দের অভিযোগ ছিল, রাশিয়াকে সরাসরি দোষী না করে যুদ্ধ তিনি সতর্ক মন্তব করেছেন।


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত