বড়দিন উপলক্ষে বার্তায় ক্ষমতা ও সম্পদের লোভের তীব্র সমালোচনা করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বার্তায় তিনি ইউক্রেনে যুদ্ধ অবিলম্বে শেষ করার আহ্বান জানিয়েছেন। এ সময় পোপ বলেন, ‘বিশ্বে শান্তির দুর্ভিক্ষ চলছে।’
পোপ বলেন, কত যুদ্ধ আমাদের দেখতে হয়েছে! আর সেসব সংঘাতের শিকার কেবল দুর্বল আর অরক্ষিত মানুষ। আমি সবার আগে সেই সব শিশুর কথা মনে করতে চাই, যারা যুদ্ধ, দারিদ্র্য আর অবিচারের শিকার।
বক্তব্যের সময় যদিও পোপ ফ্রান্সিস ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কথা নির্দিষ্ট করে উল্লেখ করেননি। তবে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া যখন ইউক্রেনে পুরোদমে সামরিক অভিযান শুরু করল, তখন ‘সরাসরি রাশিয়ার নিন্দা না করায়’ আর্জেন্টাইন এ পোপের সমালোচনা করেছিলেন ইউক্রেইনের অনেকে। ইউক্রেনীয়দের অভিযোগ ছিল, রাশিয়াকে সরাসরি দোষী না করে যুদ্ধ তিনি সতর্ক মন্তব করেছেন।
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |