ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় তৈরি পোষাক ও সানগ্লাসসহ ২ পাচারকারীকে আটক করেছে র্যাব।
রোববার বিকালে উপজেলার তন্তর বাজার এলাকায় র্যাব-৯ এর সিপিসি-১ হবিগঞ্জের একটি দল অভিযান চালিয়ে ভারতীয় থ্রি-পিস ২৯৯ টি, জিন্স প্যান্ট ২৮টি, পুরুষ সান গ্লাস ৪ হাজার ৩০০টি, লেডিস সানগ্লাস ৪ হাজার ৮০০টি, বেবি সানগ্লাস ২ হাজার ৭১৮টি জব্ধ করে।
এ সময় নগদ ৭০ হাজার টাকা জব্ধ করা হয়। পাচারকাজে ব্যবহৃত একটি টিভিএস স্কুটি জব্ধ করে। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেরার বাটপাড়া গ্রামের মোঃ সোলেমানের ছেলে ফয়সাল হোসেন (২৯), এবং জেলার কসবা উপজেলার আকসিনা গ্রামের ফারুক মিয়ার ছেলে ফয়সাল আহমেদ (২৯)।
র্যাব সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত চোরাকারবারীদেরকে জব্ধকৃত মালামালসহ মামলা দায়ের পূর্বক আখাউড়া থানায় সোপর্দ করা হয়।
-বাবু/এ.এস