সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
নড়াইলে গণপিটুনিতে দুই গরুচোর নিহত
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ২:০৮ PM আপডেট: ২৬.১২.২০২২ ২:১৬ PM

নড়াইলে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত হয়ছে। গত রবিবার দিবাগত রাতে নড়াইল পৌরসভার কাড়ার বিলের মধ্যে এ ঘটনা ঘটে। 

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার কাড়ার বিল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে আসাদুল শেখ (৩৫) নামে এ জনের পরিচয় মিলেছে। সে বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার আ.গফুর শেখের ছেলে। তবে অন্য জনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলের বিভিন্নস্থানে দির্ঘদিন যাবৎ গরু চুরি হয়ে আসছিলো। এরই ধারাবাহিতকায় রবিবার দিবাগত রাতে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বীরগ্রামের রেবো বিশ্বাসের বাড়িতে হানা দেয় ৫/৭ জনের চোর চক্র। বাড়ি মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করে। পালানোর চেষ্টা করে পৌরসভার উজিরপুর খাড়ারবিলের মধ্যে ধরে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন পরে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় এবং অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস জানান, ইউনিয়নের বীড়গ্রামসহ আশেপাশের গ্রামে দিনের বেলায় ফেরিওয়ালা সেজে এরা কম্বল, থালা-বাটি ও অন্যান্য মালামাল বিক্রি করে খোঁজখবর নিয়ে রাতের বেলা চুরি কাজে লিপ্ত হতো।

এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান বলেন, সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে অন্য জনের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত