সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
পশ্চিমারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে, অভিযোগ পুতিনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ২:৪৬ PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করে বলেছেন, পশ্চিমারা তার দেশকে বিভক্ত করার চেষ্টা করছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে পুতিনকে এই কথা বলতে শোনা গেছে। রাশিয়ার জাতীয় টেলিভিশনে সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘ইউক্রেনে তিনি হামলা চালিয়েছেন ‘রাশিয়ার জনগণকে ঐক্যবদ্ধ  করতে।’

ওই সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, রাশিয়ার সরকার জনগণের স্বার্থে কাজ করছে। ‘ঐতিহাসিক রাশিয়া’ প্রত্যয় উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেনীয় এবং রাশিয়ানরা একই।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও বলেন, তারা (পশ্চিমারা) সর্বদা-‘ভাগ করো এবং জয় করো’ নীতি মেনে চলে। এখনও তারা এই ধরনের কাজ অব্যাহত রেখেছে। পুতিন বলেন, ‘তবে আমাদের লক্ষ্য ভিন্ন। তাহলো-রাশিয়ার জনগণকে ঐক্যবদ্ধ করা।’

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত