রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করে বলেছেন, পশ্চিমারা তার দেশকে বিভক্ত করার চেষ্টা করছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে পুতিনকে এই কথা বলতে শোনা গেছে। রাশিয়ার জাতীয় টেলিভিশনে সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘ইউক্রেনে তিনি হামলা চালিয়েছেন ‘রাশিয়ার জনগণকে ঐক্যবদ্ধ করতে।’
ওই সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, রাশিয়ার সরকার জনগণের স্বার্থে কাজ করছে। ‘ঐতিহাসিক রাশিয়া’ প্রত্যয় উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেনীয় এবং রাশিয়ানরা একই।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও বলেন, তারা (পশ্চিমারা) সর্বদা-‘ভাগ করো এবং জয় করো’ নীতি মেনে চলে। এখনও তারা এই ধরনের কাজ অব্যাহত রেখেছে। পুতিন বলেন, ‘তবে আমাদের লক্ষ্য ভিন্ন। তাহলো-রাশিয়ার জনগণকে ঐক্যবদ্ধ করা।’
-বাবু/এ.এস