মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ব্রাজিলের কোচ হতে পারেন জিদান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৭:৩০ PM

বিশ্বকাপ খরা যেন কাটছেই না ব্রাজিলের। সেই ২০০২ সালে শেষবার বিশজয়ের আনন্দে মেতেছিল সেলেসাওরা। এরপর গত ২০ বছরটাই আক্ষেপে কেটেছে রোনালদো-রোনালদিনহোর উত্তরসূরীদের। তবে এবার আর আক্ষেপ বাড়াতে চায় না পাঁচ বারের  বিশ্বচ্যাম্পিয়ন দলটি।  হেক্সা মিশনে এখন থেকেই প্রস্তুত হচ্ছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। 


বিশ্ব জয়ের আক্ষেপটা যেন ২৪ বছরেই শেষ হয়, সেজন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত ব্রাজিল। সে ধারাবাহিকতায় প্রথা ভেঙে নন ব্রাজিলিয়ান কোচের দিকে ঝুঁকছে তারা। গুঞ্জন আছে হোসে মরিনহো ও জিনেদিন জিদানকে নিয়ে।


দুইদিন আগে ইতালির পত্রিকা লা রিপাবলিকা বলেছে, মরিনহোকে কোচ করা নিয়ে পর্তুগাল ও ব্রাজিল ফুটবল ফেডারেশনের মধ্যে লড়াই শুরু হয়েছে। ব্রাজিলের ফুটবল সংস্থার প্রধান এনাল্ডো রদ্রিগেজ নিজেই রোমার বসকে রাজি করানোর দায়িত্ব নিয়েছেন। সংবাদ মাধ্যমটির মতে, অনেকখানি এগিয়েও গেছেন তিনি। এবার শোনা যাচ্ছে ফরাসি কিংবদন্তি ও সাবেক রিয়াল মাদ্রিদের কোচ জিদানের নাম।


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত