ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর বিল্ডিং কোড অমান্য করে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে। পৌরসভার খরমপুর এলাকার সওদাগর পাড়ার নূর মিয়া নামের এক ব্যাক্তির বিরুদ্ধে এই অভিযোগ উঠে।
জানা যায়, সরকারি রাস্তা থেকে ৫ ফুট দূরে বসতবাড়ি করার নিয়ম থাকলেও, সে নিয়মের কোন তোয়াক্কা না করে সরকারি রাস্তা ঘেষে বাড়ির দেয়াল নির্মাণ করছে এই পরিবারটি। তাদেরকে স্থানীয় কাউন্সিলরসহ কয়েকজন বাধা দিলেও তাদের বাধা না মেনে পুনরায় দেয়াল নির্মাণ করছে বলে অভিযোগ উঠে নূর মিয়ার পরিবারের বিরুদ্ধে ।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর তাকদীর খান খাদেম বলেন, পৌরসভার বিল্ডিং কোড আইন অমান্য করে রাস্তা ঘেষে নূর মিয়া বাড়ির দেওয়াল নির্মাণ করছে। তাকে মৌখিক ভাবে একাদিকবার দেওয়াল নির্মাণ না করার জন্য বলা হয়েছে। উনি যদি পৌরসভার নিয়ম না মানেন তাহলে তার বিরুদ্ধে পৌর বিল্ডিং কোড অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সাথে যোগাযোগ করা হলে নূর মিয়ার ছেলে রাজিব মিয়া জানান, আমরা এখানে কোন ঘর নির্মাণ করার জন্য দেয়াল তৈরি করি নাই, বসত ঘরের মাটি ভেঙ্গে যাওয়ার কারণে একটি দেয়াল নির্মাণ করা হয়ছে।
বাবু/এসআর