নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী অফিসার মো আবুল হাসেমের নেতৃত্বে লেঙ্গুড়া কাঁঠালবাড়ি এলাকায় গত রাত ১২টার দিকে চোরাচালন বিরোধী অভিযানে ১২৬ বস্তা সুপারী ভারতে পাচারকালে জব্দ করা হয়।
জব্দকৃত সুপারীর আনুমানিক সিজার মূল্য ৪৬ লক্ষ ৬৫ হাজার ২০০ শত টাকা। সোমবার রাতে গোপন সুত্রের ভিত্তিতে ৩১ বিজিবি নেত্রকোনা ক্যাপ্টেন মুমিনুল ইসলাম ও বিজিবি সঙ্গীয় ফৌর্স নিয়ে লেঙ্গুড়া কাঠাঁলবাড়ি এলাকায় ট্রাসফোস্ অভিযান চালিয়ে ১২৬ বস্তা সুপারী ভারতে পাচারকালে জব্দ করা হয়। জব্দকৃত সুপারি নেত্রকোনা কাস্টম অফিসে জমা করা হয়েছে।
-বাবু/এ.এস