রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমের ধীর গতির কারণে বিকেল ৪ টায় নির্ধারিত সময়ে ভোট শেষ করতে পারেনি নির্বাচন অফিস। কমপক্ষে ৩০টি কেন্দ্রে সময় মত ভোটগ্রহণ শেষ হয়নি। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওইসব কেন্দ্রে ভোট চলছে।
জানাগেছে, নগরীর মেট্রোপলিটন স্কুল, লায়ন্স স্কুল এন্ড কলেজ, আশরতপুর বালিকা বিদ্যালসহ বেশ কিছু কেন্দ্রে ভোটার উপস্থিত থাকায় নির্ধারিত সময়ে ভোট শেষ করতে পারেনি। ওইসব কেন্দ্রে ভোটাররা এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোট দেয়ার জন্য। ধারণা করা হচ্ছে ওইসব কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হতে রাত ৮ টা বাজবে। নির্বাচন কর্মকর্তা আফতাব হোসেন বলেন, এখনও কিছু কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
রংপুর সিটি করপোরেশন নির্বাচন ২৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৯ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর ৬৮ জন এবং সাধারণ কাউন্সিলর ১৮৩ জনসহ মোট ২৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা ছিলেন। ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হয়। ভোটার ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা হলেন আওয়ামী লীগের অ্যাড হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র লতিফুর রহমান মিলন, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু রায়হান, খেলাফত মজলিসের প্রার্থী তৌহিদুর রহমান মন্ডল, জাসদের প্রার্থী শফিয়ার রহমান, জাকের পার্টির প্রার্থী খোরশেদ আলম ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি।
বাবু/জেএম