বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশবাসী এতো বিপজ্জনক অবস্থায় আছে যা ব্যাখ্যা করা মুশকিল। অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সবদিক থেকেই আমাদের দেশটা নিশানা হারা দেশের পর্যায়ে চলে গেছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবান্দি নেতাদের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ নামে একটি সংগঠন।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। দুদু বলেন, দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে শুধু বিএনপি নয়। ছোট-বড় দল ও সংগঠন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। তাহলে দেশের মানুষ এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি পাবে।
আয়োজক সংগঠনের সভাপতি মোক্তার আখন্দের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মুসলিম লীগের মহাসচিব আবুল খায়ের, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
বাবু/এসআর