মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
টেকনাফে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার জব্দ
সাইফুল ইসলাম, টেকনাফ
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৬:৩৯ PM
টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযানে ৪৪৭ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে এ তথ‍্য নিশ্চিত করেন কোস্টগার্ড টেকনাফ মিডিয়া কর্মকর্তা কাজী আল আমিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ডিসেম্বর রাত দেড়টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং ইউপির শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন জালিয়াপাড়ার প্যারাবনের পাশে সন্দেহজনক কয়েকজন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। এসময় কোস্টগার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দিলে তারা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত প্যারাবনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল কতৃর্ক প্যারাবনে তল্লাশি চালিয়ে ৪টি প্লাস্টিকের বস্তা হতে সর্বমোট ৪৪৭ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানান কোস্টগার্ড।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত