সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ঘাটাইলে নির্বাচনের আগে ইউপি সদস্য প্রার্থী নিখোঁজ
রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৮:২০ PM
টাঙ্গাইলের ঘাটাইলে নির্বাচনের তিন দিন আগে মির্জা আনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্য প্রার্থী নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন পরিবারে সদস্যরা। নিখোঁজ প্রার্থী উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী। তাঁর নির্বাচনী প্রতীক মোরগ।

আনোয়ারের বাড়ি ওই ইউনিয়নের কামারচালা গ্রামে। এ বিষয়ে প্রার্থীর ভাই মির্জা খোকন আজ মঙ্গলবার দুপুরে ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর ঘাটাইল উপজেলার পাহাড়ী পাঁচ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

থানায় করা সাধারণ ডায়েরি থেকে জানা যায়, গত রবিবার উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ছনখোলা এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। এরপর সব আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করার পরও তাঁর সন্ধান মেলেনি। পরে মঙ্গলবার দুপুরে থানায় এসে নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেন প্রার্থীর ভাই মির্জা খোকন। মির্জা খোকন বলেন, এখন পর্যন্ত ভাইয়ের কোনো খোঁজ পাইনি। ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, ইউপি সদস্য নিখোঁজ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত