মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বিমানবন্দরে স্ক্রিনিং : পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১০:২২ PM

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বিভিন্ন দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছে। নির্দেশনা পেলেই বিমানবন্দর বা স্থলবন্দরে স্ক্রিনিংয়ের ব্যবস্থা নেয়া হবে।


আজ মঙ্গলবার বিকেলে সিরডাপ মিলনায়তনে সিডও বিকল্প প্রতিবেদন ২০২২ বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।


গত রোববার চায়না থেকে বাংলাদেশে আসা চারজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরই প্রেক্ষিতে মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, বিশ্বের বিভিন্ন দেশে করোনা বৃদ্ধিতে দেশের বিমানবন্দর ও স্থলবন্দরে কোনো স্ক্রিনিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে কি না? জবাবে ড. মোমেন বলেন, কোনো বন্দরে স্ক্রিনিংয়ের বিষয়ে আমরা এখনো কোনো কাজ করিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের নির্দেশনা দেয়, আমরা সে অনুযায়ী কাজ করি।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত