পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বিভিন্ন দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছে। নির্দেশনা পেলেই বিমানবন্দর বা স্থলবন্দরে স্ক্রিনিংয়ের ব্যবস্থা নেয়া হবে।
আজ মঙ্গলবার বিকেলে সিরডাপ মিলনায়তনে সিডও বিকল্প প্রতিবেদন ২০২২ বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
গত রোববার চায়না থেকে বাংলাদেশে আসা চারজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরই প্রেক্ষিতে মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, বিশ্বের বিভিন্ন দেশে করোনা বৃদ্ধিতে দেশের বিমানবন্দর ও স্থলবন্দরে কোনো স্ক্রিনিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে কি না? জবাবে ড. মোমেন বলেন, কোনো বন্দরে স্ক্রিনিংয়ের বিষয়ে আমরা এখনো কোনো কাজ করিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের নির্দেশনা দেয়, আমরা সে অনুযায়ী কাজ করি।