রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ২২৯ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২০০ কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙল প্রতীক) পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৮৪ ভোট পেয়ে এগিয়ে আছেন এই প্রার্থী।
তার নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৬৮৯ ভোট। ভোটের ব্যবধান ৮২ হাজার ৪৯৫।
শেষ খবর পাওয়া পর্যন্ত তৃতীয় অবস্থানে আছেন স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান। হাতি প্রতীকে তিনি পেয়েছেন ২৯ হাজার ৫৮০ ভোট।
চতুর্থ অবস্থানে থাকা আ.লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪৫ ভোট।
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |