রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
রাজবাড়ী শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কমিটি গঠন
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৯:৪৯ AM

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক পরিচালিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক গতিশীলতা ও নতুন নেতৃত্বের লক্ষ্যে আগামী এক বছরের জন্য  রাজবাড়ী জেলা শাখার ৪৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।
এতে মো. শামীম শিকদার সভাপতি ও মো সায়েম ফকির কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব কে এম শহিদ উল্যার স্বাক্ষরিত চিঠিতে এতথ্য নিশ্চিত করা হয়।

এছারা কমিটিতে মো. আরোফিন ইসলাম ইমরান সহ  সহ-সভাপতি পদে আরো ৪ জন,যুগ্ন সাধারণ সম্পাদক মো জিহাদুর রহমান সহ আর ২জন,সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সহ ৩জন,অর্থ বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার, দপ্তর সম্পাদক নয়ন হাসান সহ ১জন,আইন বিষয়ক সম্পাদক রাইসুল হক রাব্বি, প্রচার সম্পাদক আনিসুর রহমান সহ ১জন,তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক লিংকন মাহমুদ সহ ১জন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বিল্লাল হোসেন,ক্রীড়া সম্পাদক পারভেজ খান,সাংস্কৃতিক সম্পাদক ফাহিম আনোয়ার,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নয়ন কুমার বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক সিথি শ্যানাল,বিজ্ঞান চারু ও কারু কলা সম্পাদক অনিক মোল্লা, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুসা সওদাগর, মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন খাতুন,ছাত্রবিষয়ক সম্পাদক লোটাস মোল্লা সহ সাধারণ সদস্য পদে ১৮ জন।

এছারা বিজ্ঞপ্তিতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রাজবাড়ী জেলা শাখা নবগঠিত কমিটির পৃষ্ঠপোষক ও উপদেষ্টাবৃন্দের নাম উল্লেখ করা হয়।

এতে প্রধান পৃষ্ঠপোষক কাজী কেরামত আলী এমপি, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার,প্রধান উপদেষ্টা শেখ সোহেল রানা টিপু ছারাও উপদেষ্টা পরিষদে আরো রয়েছেন ব্যারিষ্টার রুপকথা নাসরীন চৌধুরী, কানিজ ফাতিমা চৈতী, এম বি এহতেশাম, মো জাহিদুল ইসলাম জাহিদ, শেখ মো এনায়েত হোসেন, এস এম মোস্তফা কামাল,প্রকৌশলী আল আমিন বিশ্বাস নয়ন।

কমিটি গঠনের বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করবো। জাতির পিতা বঙ্গবন্ধুর দর্শন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরব এবং সকলের সহযোগীতায় শিশু কিশোরদের অধিকার ও শিশু নির্যাতন রোধে কাজ করব।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের নামে প্রতিষ্ঠিত সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ দিকনির্দেশনায় পরিচালিত হয়।

-বাবু/এ.এস


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত