রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
বেড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান
বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১১:২১ AM আপডেট: ২৮.১২.২০২২ ১২:১৫ PM

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা হলরুমে বেড়া প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় ও বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ সবুর আলী।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, বেড়া, পাবনার সৌজন্যে উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহা: সবুর আলী প্রথমে করোনা পরিস্থিতি, জনসচেতনতা বৃদ্ধি ও উন্নয়ন ভাবনা নিয়ে সার্বিক অবস্থা সম্পর্কে আলোচনা করেন প্রাচীন বাংলার এই উপজেলা সম্পর্কে অবগত করতে গিয়ে তিনি বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ, উপজেলার নানা সমস্যা ও সম্ভাবনা সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন।

মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পর ভূমিহীনদের আশ্রয়স্থল ও তাদের সুখের দৈনন্দিন চিত্র সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন।
পরে তিনি সকল সাংবাদিকদের শুভেচ্ছা উপহার নিজ হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর ইসলাম (সদজয়), সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ।

বেড়া প্রেসক্লাবে সভাপতি ডাঃ আব্দুল হান্নান,সাধারণ সম্পাদক মহশীন মল্লিক,সহ-সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিন এর বেড়া-সাঁথিয়া উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সান, দপ্তর সম্পাদক হারুনার রশিদ,সাবেক সভাপতি শফিউল আযম আলতু,সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সাংবাদিক সাইদুজ্জামান বকুল,রতন কুমার আচার্য,আলোক আচার্য, সুজন কুমার,এম রুহুল আমিন,রাউজ আলী, আরিফুর রহমান,মানিক হোসেন,রিফাতুল আলম,আতিকুল ইসলাম, মনসুর মল্লিক,ওয়াহিদুজ্জামান,মির্জা অপু ও আবুল কালাম আযাদপ্রমুখ।

-বাবু/এ.এস


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত