শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
অভিনেত্রী তুনিশার শেষকৃত্যে জ্ঞান হারালেন তার মা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১২:৫২ PM

বলিউড অভিনেত্রী তুনিশা শর্মার মরদেহ উদ্ধার করা হয় শনিবার (২৪ ডিসেম্বর)। মরদেহ উদ্ধারের পর তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। আত্মহত্যা করেছেন দাবি করায় প্রশ্ন উঠেছে, কেন আত্মহত্যা করলেন তুনিশা।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের প্রতিবেদন বলছে, মানসিক অবসাদে ভুগছিলেন তুনিশা। এরই মধ্যে মেয়ের সাবেক প্রেমিক অভিনেতা শেজান খানের বিরুদ্ধে অভিযোগ তোলেন অভিনেত্রীর মা। এসবের মধ্যে মুম্বাইয়ের জে জে হাসপাতালে মরদেহ ময়নাতদন্তের পরে শেষকৃত্য সম্পন্ন হয় তুনিশার।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) শেষকৃত্য সম্পন্ন হয় তুনিশার। এদিন হাসপাতাল থেকে সরাসরি মুম্বাইয়ের মীরা রোডের শ্মশানে নেয়া হয় তার মরদেহ। সেখানে অভিনেত্রীর মা, মাসিসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় মেয়েকে শেষ বিদায় জানানোর সময় মানসিকভাবে ভেঙে পড়েন তার মা ভনিতা শর্মা। শেষকৃত্য চলাকালীন জ্ঞানও হারিয়ে ফেলেন। আর মেয়েকে হারিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান প্রয়াত অভিনেত্রীর কাকা।

এদিকে মেয়ের মৃত্যুর পরে তার সাবেক প্রেমিক অভিনেতা শেজানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তুনিশার মা। তার অভিযোগ, আমার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক ভেঙেছে শেজান। একটি মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল শেজান। সেই সম্পর্কে থাকাকালীন তুনিশার সঙ্গে সম্পর্ক করে সে। তিন-চার মাস ধরে ব্যবহার করেছে আমার মেয়েকে। কিন্তু পরে ব্রেকআপ করে নেয়। তার দাবি শেজানকে যেন ছেড়ে দেয়া না হয়। তার মেয়ে না ফেরার দেশে চলে গেল।

এ ঘটনায় পুলিশ তুনিশার মায়ের অভিযোগের প্রেক্ষিতে শেজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিনেতা বারবার তার বক্তব্য পরিবর্তন করছেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত