সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
পুঁজিবাজারে দুই দিন পর বাড়ল সূচক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৫:১৭ PM
সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার (২৮ ডিসেম্বর) পুঁজিবাজারে সূচক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। তবে দিনের শেষ দুই ঘণ্টা লেনদেন হয় সূচক বৃদ্ধির মধ্য দিয়ে। আজ মাত্র ৭৪ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে কমেছে ৯১টির। ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর টানা দুই দিন দরপতনের পর আজ সূচক বাড়ল।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট।

গত বুধবার (২১ ডিসেম্বর) লেনদেন খরা কাটাতে পুঁজিবাজার থেকে স্বল্প মূলধনী ১৬৮টি কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস তুলে দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির প্রত্যাশা ছিল, বাজার সচল হবে।

ডিএসইর তথ্য মতে, বুধবার ৩৩৩টি প্রতিষ্ঠানের মাত্র ৩ কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৪৪০টি শেয়ার কেনাবেচা হয়েছে। তাতে লেনদেন হয়েছে ২৫৮ কোটি ২২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২৬৯ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ১৬৮টি কোম্পানির শেয়ারের দাম।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত