নীলফামারীর ডোমার উপজেলায় তিন সন্তানের জননী রেনু আক্তার (২৮) নামের এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের কারেঙ্গাতলী এলাকায় নিজ ঘরের বিছানার উপর হতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রেনু আক্তার একই এলাকার খায়রুল ইসলামের মেয়ে ও সৈয়দপুর উপজেলার মিস্ত্রীপাড়ার গোলাম মোস্তফা বুলুর স্ত্রী। তবে রেনু আক্তারের বাবার দাবি তার মেয়েকে তার জামাই জবাই করে হত্যা করে পালিয়ে গেছে। পুলিশ বুলুকে খুঁজছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রেনুর বাবা দাবি করছে তার জামাই তার মেয়েকে হত্যা করেছে। তার জামাইকে আমরা খুঁজে পাইনি। হত্যা মামলা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাবু/জেএম