বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পঞ্চগড়ে পুলিশ-বিএনপির সংঘর্ষে নিহত বিএনপির নেতা আরেফিনের মৃত্যুর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেছেন, তথ্যমন্ত্রীকে মিথ্যাচারিতা পরিহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
গত ২৪ ডিসেম্বর পঞ্চগড়ে গণমিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা আরেফিনের মৃত্যু নিয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বিষয়টি ‘গুলিতে নয়, হৃদরোগে মৃত্যু’ হয়েছে বলে মন্তব্য করেছেন।
এ মন্তব্যকে নিন্দা জানিয়ে বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে বোদা উপজেলার পাথরাজে নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের পরিবারে সমবেদনা জানান তিনি। সেখানে স্থানীয় বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাবু/এসআর