বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেলের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধনের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্তে প্রবেশ করেছে বাংলাদেশ।
দেশের প্রথম মেট্রোরেল নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ। প্রতিবেদনে ঢাকায় মেট্রোরেলের প্রয়োজনীয়তাসহ এর বিস্তারিত দিক তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, মেট্রোরেল শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
‘বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর পেল প্রথম মেট্রোরেল’ শিরোনামের প্রতিবেদনে ব্রুমবার্গ জানায়, বাংলাদেশের রাজধানীতে প্রথমবারের মতো মেট্রোরেল সংযোজিত হলো। জাপানি অর্থায়নে নির্মিত প্রকল্পটির লক্ষ্য বিশ্বের অন্যতম যানজটপূর্ণ শহরের যাতায়াত সহজ করা।
আজ বুধবার লাইন ৬ নামে পরিচিত ২০ কিলোমিটার দীর্ঘ রেললাইন প্রকল্পের এক অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি আপাতত ঢাকার কেন্দ্রের সরকারি কার্যালয় ও হাসপাতালের সঙ্গে শহরের উত্তরাঞ্চলকে সংযুক্ত করবে। তবে পরবর্তীতে এটি মতিঝিল পর্যন্ত বর্ধিত করা হবে।
ব্লুমবার্গের খবরে বলা হয়, বহুল কাঙ্ক্ষিত এ প্রকল্প রাজধানীবাসীর যাতায়াতে বড় ধরনের পরিবর্তন আনবে। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের জন্য বহুল প্রয়োজনীয় ভাবমূর্তিও বাড়াবে। বাংলাদেশে ২০২৪ সালের জানুয়ারি মাসে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মধ্যে দক্ষিণ এশিয়ার দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস এবং মুদ্রাস্ফীতি ও জ্বালানি সংকটের কারণে শেখ হাসিনা ও তার দল চাপে রয়েছে।
মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উন্নয়নে মেট্রোরেল আরেকটি সংযোজন। এটি উন্নয়নের আরেকটি মাইলফলক। এ দিন প্রথম যাত্রী হিসেবে কড়া নিরাপত্তার মধ্যে মেট্রোরেলে ভ্রমণ করেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার এ পরিষেবা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
বাবু/এসআর