ঢাকায় আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের যাত্রা শুরু করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।
বুধবার (২৮ ডিসেম্বর) এক বার্তায় ইইউর বাংলাদেশ মিশন এ অভিনন্দন জানায়।
অভিনন্দন বার্তায় বলা হয়, ঢাকায় মেট্রোরেলের যাত্রা শুরু করায় ইইউর প্রতিনিধিদল বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছে। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে উত্তরা থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ছয় নম্বর লাইনে প্রথম যাত্রায় আরোহণের জন্য অতিথিদের আমন্ত্রণ জানানো হয়।
বার্তায় আরও বলা হয়, মেট্রোরেল একটি অত্যাধুনিক ব্যবস্থা, যা ঢাকা শহরকে একটি নতুন দৃশ্যপট এনে দেবে।
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |