মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বুধবার (২৮ ডিসেম্বর) মরাত পৌনে ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম।
তিনি বলেন, মধ্যরাত পৌনে ২টার সময় পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে, সেই কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় এনায়েত পুরি নামে একটি রো রো ফেরি আটকে আছে।
তিনি আরও জানান, নদীতে কুয়াশার তীব্রতা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে এবং নদী পথ পারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে।
-বাবু/এ.এস