সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
সাড়ে ৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১০:৪১ AM

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে ঘাট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটের উদ্দেশ্য যানবাহন ও যাত্রী নিয়ে ফেরি ঘাট পল্টুন ছেড়ে গেছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ অভন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের (বাণিজ্য) ব্যবস্থাপক সালাম হোসেন বলেন, পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাট পার হতে আসা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। নৌপথে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে।

এর আগে বুধবার মধ্যরাত পৌনে ২টার দিকে যানবাহন বোঝাই এনায়েতপুরি নামের ফেরিটি মার্কিং বাতির আলোর অস্পষ্টতার কারণে মাঝ পদ্মায় আটকা পড়ে। পরে দুর্ঘটনা এড়াতে নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শতাধিক যানবাহন নদী পারে অপেক্ষমান। কুয়াশা আর কনকনে শীতের মধ্যে পরিবারের স্বজনদের নিয়ে বেকায়দায় পড়েছেন বাস চালক ও যাত্রীরা।

নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে ঘাট এলাকায় আটকে পরা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী নৌপথ পার করা হচ্ছে। নৌপথে পর্যাপ্ত ফেরি থাকায় আটকে পরা এসব যানবাহনের চালক ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হবে না। তবে সাময়িকভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদেরকে কিছুটা দুর্ভোগ আর দীর্ঘসময় ঘাট এলাকায় অপেক্ষমান থাকতে হয়েছে বলে জানায় ফেরিঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

-বাবু/এ.এস


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত