মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কম্বোডিয়ায় ক্যাসিনোতে আগুন, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১২:১৬ PM আপডেট: ২৯.১২.২০২২ ১:৩৭ PM

কম্বোডিয়ায় একটি ক্যাসিনোতে আগুন লেগে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন আরও ৩০ জন। বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দেশটির থাই সীমান্তবর্তী শহর পোয়েপেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ড সীমান্তবর্তী পোয়েপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেলের ক্যাসিনোতে আগুন লাগে।

পোয়েপেটের মিউনিসিপ্যাল প্রশাসনের প্রধান এনহেম ফোয়েং বলেন, বুধবার রাতের আগুন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্যাসিনোতে বেশিরভাগ কম্বোডিয়ান এবং থাই কর্মচারী মারা গেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুনের তাপ থেকে বাঁচতে ভবন থেকে লাফিয়ে নিচে পড়েন অনেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করছে। পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনতে জরুরি কর্মীদের পাঠানো হয়েছে। সূত্র: আল জাজিরা

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত