মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ডাইভ দিয়ে লাল কার্ড পেলেন নেইমার, গড়লেন রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৩:১৪ PM আপডেট: ২৯.১২.২০২২ ৩:১৯ PM

পিএসজির হয়ে পঞ্চম বারের মতো লাল কার্ড দেখলেন নেইমার। আর তাতেই এক লজ্জার রেকর্ড গড়েছেন নেইমার।

২০১৭-১৮ মৌসুমে নেইমার যোগ দেওয়ার পর ফরাসি লিগে আর কোনো খেলোয়াড় এত বেশি লাল কার্ড দেখেননি।

বার্সেলোনা থেকে ২২ কোটি ২০ লাখ ইউরোয় পিএসজিতে এসেই ২০১৭ সালের অক্টোবরে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে প্রথম লাল কার্ড দেখেন নেইমার।

সেবারও দুই হলুদ কার্ডের সমন্বয়ে লাল কার্ড পেয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।

দ্বিতীয়বার নেইমার লাল কার্ড দেখেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে। বোর্দোর বিপক্ষে ছিল তার ওই লাল কার্ড। একই বছরের সেপ্টেম্বরে মার্শেইয়ের বিপক্ষে তৃতীয়টি, আর ২০২০-২১ মৌসুমের শেষ দিকে লিলের বিপক্ষে চতুর্থ লাল কার্ডটি দেখেন নেইমার।

পিএসজির পরের ম্যাচ রোববার লাঁসের বিপক্ষে। লাল কার্ড দেখায় এই ম্যাচে নেইমারকে পাবেন না গালতিয়ের। পাবেন না লিওনেল মেসিকেও। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা থেকে এখনো প্যারিসে ফিরে আসেননি মেসি।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত