নীলফামারীর ডোমারে অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য তৈরীর অভিযোগে মায়ের দোয়া বেকারিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
খাদ্য পণ্যে নিষিদ্ধ পণ্য ব্যবহার ও অপরিস্কার পরিবেশে তৈরী করায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বেকারি মালিক পিয়েলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতকে সহযোগিতা করেন ডোমার থানা পুলিশ।
প্রসিকিউটিং অফিসার হিসাবে অভিযোগ দায়ের করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল আমিন রহমান। এসময় হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা উপস্থিত ছিলেন।
বাবু/জেএম