রাঙামাটিতে আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডে’র বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ বুধবার) বিকেলে রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের আয়োজনে রাঙামাটি চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি মো. মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন পেয়ারুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সমিতির প্রধান উপদেষ্ঠা ও রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ। এছাড়াও উক্ত সাধারণ সভায় সমিতির কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তা ও উপদেষ্টাগণ মূল্যবান বক্তব্য রাখেন ।
এর আগে সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং সমিতির যেসকল সদস্য মৃত্যু বরণ করেছে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বাবু/জেএম