নেত্রকোনার কেন্দুয়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর সহযোগিতায় কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে এগারোটায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম।
সভার শুরুতে কেন্দুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার স্বাগত বক্তব্যে বাল্যবিয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এবং উপস্থিত সকলের কাছে বিনীত অনুরোধ রেখে বলনে, আমরা সকলে মিলে বাল্যবিয়ে সম্পর্কে যার যার অবস্থান থেকে বাল্যবিয়ে নিয়ে কাজ করলে বাল্যবিয়ে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব।
বাবু/জেএম