মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করলেন আরএমপির পুলিশ কমিশনার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৭:০৬ PM
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশে সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার আনিসুর রহমান, বিপিএম (বার) দায়িত্ব গ্রহণের পর রাজশাহী মহাগনগরীর সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক দিয়ে বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানান। এরপর তিনি সকল মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে আরএমপি পুলিশ লাইন্স স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।

পরবর্তীতে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ.এইচ.এম কামারুজ্জামানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জ্ঞাপনের পরে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আরএমপি পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, থানার অফিসার ইনচার্জগণ-সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যান্য পুলিশ কর্মকর্তা।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত