মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আ.লীগকে বিজয়ী করার আহ্বান সাজ্জাদুল হাসানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৭:০৯ PM
বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব, হাওরের কৃতী সন্তান সাজ্জাদুল অসহায়দের মধ্যে নগদ অর্থ, শীতবস্ত্র বিতরণ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সহ একাধিক কর্মসূচির মাধ্যমে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মদনে ব্যস্ততম দিন পার করেছেন।

সকালে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) উদ্যোগে অসহায় ও সহায়সম্বলহীন সুবিধাবঞ্চিত ২৫৩ পরিবারের মধ্যে প্রত্যেকে এককালীন নয় হাজার টাকা করে অনুদান বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদুল হাসান। এ সময় তিনি আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার তানজিনা শাহরীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নূর খান মিঠু, মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, মোহনগঞ্জ পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি লতিফুর রহমান রতন, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অজিত বরণ সরকার, মদন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন পৌরমেয়র সাইফুল ইসলাম সাইফ, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদেক, এসডিএফের আঞ্চলিক পরিচালক মো. আবুল হোসেন, জেলা কর্মকর্তা সৈয়দ আল মামুন, মদন উপজেলা আওয়ামী লীগ নেতা ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ প্রমুখ। 

পরে  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সাজ্জাদুল হাসান। মদন প্রেস ক্লাবে মতবিনিময় সভায় মদন প্রেস ক্লাবের সভাপতি আল মাহবোব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের প্রতিনিধি পরিতোষ দাস, যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেন, মানবজমিন প্রতিনিধি নূরুল হক রনু, জনতার প্রতিনিধি শামছুল আলম ভূঁইয়া, যায়যায়দিন প্রতিনিধি আল আমীন তালুকদার, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নূরুল আলম কামাল, কালের কণ্ঠের প্রতিনিধি ফয়েজ আহম্মদ হৃদয়।

সভায় সাজ্জাদুল হাসান বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। সাংবাদিকদের মাধ্যমে সরকার সাধারণ মানুষের সমস্যার কথা জানতে পারে। এলাকার উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করার জন্য সাংবাদিকদের ভূমিকা রয়েছে। মানবতার কল্যাণে এলাকার সমস্যগুলো চিহ্নিত করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য সাংবাদিকদের আহব্বান জানান তিনি। মতবিনিময়কালে মদন উপজেলা প্রেস ক্লাবের উপস্থিত সাংবাদিকগণ সাজ্জাদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে মদন পৌরসভায় কার্যালয়ের সামনে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সাজ্জাদুল হাসান। এ ছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত