বরিশালে পাওনা টাকা চাইতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক নারী কাপড় ব্যবসায়ী। এ ঘটনায় ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জসিম মিয়া ওরফে জসিম ফকির রাজীব (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জসিম ফকির রাজীব ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের মেরুহার গ্রামের হারুন মিয়া ওরফে হারুন ফকিরের ছেলে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানা হয়েছে। এর আগে দুপুর ওই নারী নিজেই বাদী হয়ে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মামলা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার রাজীবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাবু/জেএম