মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের কোচ হিসেবে না থাকার সিদ্ধান্ত জানিয়েছিলেন রাসেল ডমিঙ্গো। বর্তমানে প্রধান কোচের পদ শূর্ন্য থাকায় বিসিবি এখন থেকেই খুঁজতে শুরু করেছে টাইগারদের নতুন কোচ। অবশ্য নতুন কোচ হওয়ার দৌড়ে কে কে এগিয়ে আছেন সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। বিসিবি আশা করছে, লম্বা এই সময়ের মধ্যেই কোচ খুঁজে পাবে তারা। তবে নির্ভারযোগ্য কাউকেই দায়িত্ব দিতে চাই বোর্ড। আজ বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা জানান সুজন।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘ইংল্যান্ড বাংলাদেশ সফর করবে। এখানে একটু সুবিধা আছে আমারা বিপিএলেরর সময়টা পাচ্ছি। চেষ্টা থাকবে ইংল্যান্ড সফরের আগে নির্ভরযোগ্য কাউকে জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত করার।’
বাবু/এসআর