শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
বিমানবন্দরে হয়রানির শিকার সিদ্ধার্থ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৮:৫০ PM
দক্ষিণী তারকা হলেও সিদ্ধার্থের গুনমুগ্ধের সংখ্যা গোটা ভারতে কম নয়। ‘রং দে বাসন্তী’তে অভিনেতার অভিনয় দেখেই প্রেমে পড়েছিলেন সিনেপ্রেমীরা। যেকোনো রাজনৈতিক কিংবা সামাজিক ইস্যুতেও স্পষ্টভাবে কথা বলতে পিছপা হন না সিদ্ধার্থ। এবার সেই অভিনেতাকেই কিনা মাদুরাই বিমানবন্দরে চূড়ান্ত হয়রানির শিকার হতে হলো। শুধু তাই নয়, সেখানকার কর্মীদের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগও তুললেন সিদ্ধার্থ।

গোটা ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সিদ্ধার্থ জানান, মাদুরাই বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা অভিনেতার পরিবারের গুরুজনদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। কেড়ে নেওয়া হয়েছে তার মায়ের পার্স। এমনকি অভিনেতার বোনের ওপর চিৎকারও করেছেন সেখানকার কর্তব্যরত কর্মীরা।

কিছুক্ষণ ধরে ওই অভব্য আচরণ চলার পর কোনো এক সিআইএসএফ কর্মী সিদ্ধার্থকে দেখে চিনতে পারেন এবং ছেড়ে দেন। অভিনেতার কথায়, ‘আমার জায়গায় সেদিন যে কেউ হলে প্রচণ্ড রেগে যেতেন। আমার পরিবারকে নিয়ে যাচ্ছিলাম। তিনজন বয়স্ক, ২জন বাচ্চা, এবং আমরা কজন মাঝবয়সী। বিমানবন্দর ফাঁকাই ছিল। বোর্ডিং টাইমের আগে আমরা নির্দেশিকা অনুযায়ী চেকিং করাতে যাই। সেই লাইনও ফাঁকাই ছিল। আর আমরা কজন যাত্রীই সিরিউরিটি চেকিং লাইনে ছিলাম। বিভৎস অভিজ্ঞতা হয়।’

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত