২০২২ সালে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২৪৪ কার্যদিবস লেনদেন হয়েছে। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি বাদে বিদায়ী বছরে ৬৫৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনা-বেচা বাবদ লেনদেন হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৪৪৭ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা। যা পুঁজিবাজারের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ লেনদেন।
করোনার মহামারি ও ইউক্রেন-রাশিয়া সংঘাতের কারণে বিশ্বের স্টক মার্কেটের মতো বাংলাদেশের পুঁজিবাজার লেনদেনের গতিও কিছুটা কমেছে বলে মনে করেন ডিএসইর সংশ্লিষ্টরা।
এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত সাইফুর রহমান মজুমদার বলেন, দেশীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বৈশ্বিক অর্থনীতি টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছিল, এরই ধারাবাহিকতায় বছরের শেষভাগে দেশের পুঁজিবাজার একটা বিয়ারিশ ট্রেন্ড (সামগ্রিকভাবে বাজারের নিম্নগতির প্রবণতা) পার করেছে।
ডিএসইর তথ্য মতে, ২০২২ সালে ডিএসইতে ২৪৪ কার্যদিবসে ২ লাখ ৩৪ হাজার ৪৪৭ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে। যা গড় লেনদেন ৯৬০ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকা। এর আগে ২০১০ সালে গড় লেনদেন ছিল ১ হাজার ৬৪৩ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা এবং ২০২১ সালে গড় লেনদেন ছিল ১ হাজার ৪৭৫ কোটি ২২ লাখ টাকা।
বাবু/এসআর