কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ ১৬ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব ১৫ কক্সবাজার।
আটক ব্যক্তিরা হলেন সাবরাং ইউপির পানছড়ি পাড়া গ্রামের মোহাম্মদ ফকিরের ছেলে মোহাম্মদ ইলিয়াস, উখিয়া থানাধিন রাজাপালং ইউপির পশ্চিম ডেকোলিয়া গ্রামের মোহাম্মদ জয়নালের ছেলে মোহাম্মদ হারুন ও উখিয়া থানাধিন জালিয়া পালং ইউপির মধ্যম পাইন্যা শিয়া গ্রামের নুরুল হকের ছেলে খায়রুল আমিন।
বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর বিকেলে এ তথ্য নিশ্চিত করে র্যাব গণমাধ্যমে জানান, র্যাব ১৫ কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ও সিপিসি-১ টেকনাফের যৌথ আভিযানিক দল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত ও পলাতক আসামিগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
বাবু/জেএম