ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ মেট্রোরেল যুগে প্রবেশ করলেও মানুষের জীবনের সংকট কাটেনি। মানুষকে তার খাবারের জন্য প্রতিদিন টিসিবির ট্রাকের পেছনে লাইন দিতে হয়। একটু বিদ্যুতের জন্য ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে কাটাতে হয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা আইনজীবী সমিতি মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির সুর্বণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী ও ১৪ দলের নেতা রাশেদ খান মেনন বলেন, খুলনা শিল্পাঞ্চল এখন মৃত্যুপুরী। লাখো শ্রমিকদের বেকারত্ব ও কর্মহীনতার কান্না শোনা যায়। সারা দেশে উন্নয়ন হচ্ছে। কিন্তু শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের উন্নয়ন হচ্ছে না। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের উন্নয়ন করতে না পারলে দেশের উন্নয়ন হবে না।
বিএনপি উত্থাপিত ১০ দফার সমলোচনা করে রাশেদ খান মেনন বলেন, বিএনপি ভ্রান্ত রাজনীতিতে রয়েছে। তারা ১০ দফার মাধ্যমে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থান ঘটনাতে চায়। জনগণকে সম্মিলিতভাবে শাসন, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
বাবু/এসআর