রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
বিভিন্ন দেশে করোনা বাড়ছে, হাসপাতাল তৈরি রাখা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১০:৪৮ PM
মাস্ক পরার ওপর আবারও গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে কাউকে শঙ্কিত ও উদ্বিগ্ন না হওয়ার পাশাপাশি যারা এখনও করোনার টিকা নেননি তাদের টিকা নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও বাংলাদেশ এখনও ভালো আছে। তবে বাংলাদেশ প্রায় করোনা মুক্ত। দেশের ৯৮ ভাগ মানুষ করোনা ভ্যাকসিন নিয়েছেন। কোনও ধরনের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হবে।’

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘চীন থেকে যেসব নাগরিক বাংলাদেশে এসেছেন- তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। তারা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন। তবে তারা কোন ধরনের ভ্যারিয়েন্টে আক্রান্ত সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সেই ভ্যারিয়েন্ট দুয়েকদিনের মধ্যে জানা সম্ভব হবে। চীনসহ যেসব দেশ থেকে বিমান, স্থল ও নৌপথে যেসব বিদেশি নাগরিক আসবেন তাদের বিষয়ে স্বাস্থ্য বিভাগ সজাগ রয়েছে। তাদেরকে অ্যান্টিজেন টেস্ট করার ব্যবস্থা করা হবে। হাসপাতালগুলো তৈরি রাখা হচ্ছে। করোনাভাইরাস বিভিন্ন দেশে বৃদ্ধি পাচ্ছে।’

মাসব্যাপী বিজয় মেলার অনুষ্ঠানের চেয়ারম্যান মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদদের সাবেক ডেপুটি কমান্ডার মোমিন উদ্দিন খান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার প্রমুখ।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত