রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
আফগানদের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ১২:১১ AM
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই অধিনায়কত্ব থেকে ইস্তফা দেন মোহাম্মদ নবী। এবার তার উত্তরসূরী হিসেবে সময়ের সেরা লেগ স্পিনার রশিদ খানের নাম ঠিক করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এর আগেও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন রশিদ। এই লেগ স্পিনার প্রথমবার ২০১৯ সালে সেপ্টেম্বর থেকে নভেম্বর তিন মাস দায়িত্ব পালন করেছিলেন।

ওই মেয়াদে রশিদ খান আফগানদের সাতটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া দুই টেস্টের অধিনায়কও ছিলেন তিনি।
এসিবির চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেন, আফগানিস্তানকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রশিদ খানের আগেই রয়েছে। তাকে আবারও টি-টোয়েন্টির অধিনায়ক বানাতে পেরে আমরা খুবই খুশি।

আমি নিশ্চিত সে নিজের সেরাটা দিয়ে জাতির জন্য গৌরব বয়ে আনবে।

নেতৃত্ব পেয়ে রশিদ বলেন, অধিনায়কত্ব হলো বড় দায়িত্ব। এর আগে দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে আমার। এখানে অসাধারণ খেলোয়াড় আছেন, যাদের সঙ্গে আমার বোঝাপড়া বেশ ভালো।

আমরা চেষ্টা করব একত্র থাকার, সঠিক পথে থাকার এবং দেশকে গর্বিত করার জন্য কঠোর পরিশ্রম করবো আমরা।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত