পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডের প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে এজিএম অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিআইসিএমের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এজিএমের সভাপতিত্ব করেন। এজিএমে বিএসইসির কমিশনার অধ্যাপকে শেখ সামসুদ্দিন আহমেদ, বিআইসিএমের নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক মাহমুদা আক্তারসহ বিআইসিএমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিনিয়োগকারীদের আরও বেশি প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সচেতনামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।
বাবু/এসআর