ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ শাখার সম্মেলন শুক্রবার সকালে ঢাকার কেরানীগঞ্জের শহীদনগর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঢাকা জেলা দক্ষিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি আল আমীন শাহাদাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব সাদাত হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ জয়নুল আবেদীন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা সোহরাব হোসাইন, সদস্য মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, ঢাকা জেলা দক্ষিণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মিরাজ হোসাইন মঈন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব সুলতান আহমেদ খান, ঢাকা জেলা দক্ষিণ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. শামীম খান, ঢাকা জেলার শিক্ষক ফোরামের সভাপতি নূর হোসেন নোমানী প্রমুখ।
আল আমীনন শাহাদাতের ২০২২ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৩ সেশনের ঢাকা জেলা দক্ষিণ কমিটি ঘোষণা করেন। সম্মেলনে ইব্রাহিম শেখকে সভাপতি, নূরে আলম সিদ্দিককে সহসভাপতি ও আব্দুল্লাহ আল মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়।
বাবু/জেএম