সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৩:৫৫ PM
ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ শাখার সম্মেলন শুক্রবার সকালে ঢাকার কেরানীগঞ্জের শহীদনগর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঢাকা জেলা দক্ষিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি আল আমীন শাহাদাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব সাদাত হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ জয়নুল আবেদীন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা সোহরাব হোসাইন, সদস্য মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, ঢাকা জেলা দক্ষিণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মিরাজ হোসাইন মঈন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব সুলতান আহমেদ খান, ঢাকা জেলা দক্ষিণ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. শামীম খান, ঢাকা জেলার শিক্ষক ফোরামের সভাপতি নূর হোসেন নোমানী প্রমুখ।

আল আমীনন শাহাদাতের ২০২২ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৩ সেশনের ঢাকা জেলা দক্ষিণ কমিটি ঘোষণা করেন। সম্মেলনে ইব্রাহিম শেখকে সভাপতি, নূরে আলম সিদ্দিককে সহসভাপতি ও আব্দুল্লাহ আল মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত