সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
গেল দুই দশকে বিশ্বে হত্যাকাণ্ডের শিকার ১৭০০ সাংবাদিক!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৪:১৬ PM আপডেট: ৩০.১২.২০২২ ৪:২০ PM
গেল দুই দশকে বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের  শিকার হয়েছেন প্রায় ১৭০০ সাংবাদিক। যে সংখ্যা বলছে প্রতি বছর গড়ে ৮০ জনের বেশি সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হন। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

সংস্থাটির দাবি মতে ২০০৩ ও ২০২২ সালে সবচেয়ে বেশি সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হন। আরএসএফের সাধারণ সম্পাদক ক্রিস্টোফি দেলোইরে বলেছেন, সত্য উদঘাটনের তথ্য বের করতে গিয়েই এই সাংবাদিকরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন।

সাংবাদিকদের জন্য সবচেয়ে বেশি ভয়ংকর দেশ ইরাক ও সিরিয়া। গেল বিশ বছরে দেশ দু’টিতে ৫৭৮ জন সংবাদকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই সময়ে মেক্সিকোতে খুন হয়েছেন ১২৫ সাংবাদিক, ফিলিস্তিনে ১০৭, পাকিস্তানে ৯৩, আফগানিস্তানে ৮১ আর সোমালিয়া ৭৮ সাংবাদিককে হত্যা করা হয়।

সূত্র: আল জাজিরা

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত